এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে ও বাবু ব্রিকসের সত্বাধিকারী বাবুল আহমদ বাবু (৫৮) এবং তার মেয়ে হালিমা আক্তার (১৮)। বাবুলের মেয়ে হালিমা মেয়ে ঢাকার ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে যায়, বাবুল আহমেদ স্বপরিবারে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর দ্বিতীয় মেয়ে হালিমাকে সাঁতার শেখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তাঁরা গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাঁদের উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, বাবুল আহমেদ মেয়ে হালিমা আক্তারকে সাঁতার শেখাতে বাড়ির পুকুরে নিয়ে যান। এ সময় বাবা-মেয়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply