এইবেলা. বিজ্ঞাপন ::
কুলাউড়া হাসপাতালের রোগিদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ শিরোনামে দৈনিক কালবেলাসহ স্থানীয় পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জুনেদ জাহিদ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মুক্তার আহমদ।
তিনি লিখিত এক প্রতিবাদলিপিতে জানান, ঠিকাদার নিয়োগে অনিয়মের বিষয়টি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। যথাযথ নিয়ম অনুসরণ করে আমি ঠিকাদার হিসেবে নিয়োগ পাই। কোন প্রকার অনিয়ম ছাড়াই বিগত ২২-২৩ অর্থ বছর থেকে খাদ্য সরবরাহ করে আসছি। নিয়ম অনুয়াযী রোগিদের প্রতিদিন সকালে খাবারের পন্য সামগ্রী হাসপাতালে নিয়ে আসার পর ইউএইচএফপিও, আরএমওর উপস্থিতিতে বাবুর্চি সাজিয়া বেগম তালিকা অনুযায়ী সেগুলো সমঝে রাখেন। বেশিরভাগ সময় ইউএইচএফপিও ডা: জাকির হোসেন নিজে ওজন মাপার ডিজিটাল মিটার দিয়ে ওজন করে মালামাল গ্রহণ করেন। হাসপাতালের খাবার সরবরাহে কোন কর্মকর্তা কর্মচারী জড়িত নন। ফলে এখানে কোন অনিয়মের সুযোগ নাই। ভ্যাট টেক্স কর্তন করে সরকারি বরাদ্ধকৃত ১৬৭ টাকায় বর্তমান উর্ধ্বগতির বাজার মুল্যে রোগিদের নাস্তাসহ ২ বেলা খাবার সর্বোচ্চ মান বজায় রেখে সরবরাহ করে থাকি। চলতি অর্থবছরে হাসপাতালে খাবারের টেন্ডারে অংশ নেয় শিউলী এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা টেন্ডার না পেয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এধরনের মিথ্যা ও অপপ্রচারমুলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।##
মুক্তার আহমদ,
স্বত্ত্বাধিকারী, জুনেদ জাহিদ ট্রেডার্স
Leave a Reply