এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৩০ জুন সোমবার পুকুরের পানিতে ডুবে মাহদি (৬) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মীরশঙ্কর গ্রামের মো: সামসুদ্দিনের ছেলে ও জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার আব্দুল আলীমের ভাতিজা। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, শিশু মাহদি সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলো। দুপুর একটার দিকে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখেন। দ্রুত তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার গোলাম আপছার জানান, শিশু মাহদি পরিবারের সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#
Leave a Reply