এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২৫-২৬ অর্থ বছরের ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন সন্ধ্যা ৬টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী শরদিন্দু রায়, প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, ইউএইচ এফপিও ডা: জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইফতেখার ভুইয়া, সাবেক কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু প্রমুখ।
রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ২১ লাখ ২ হাজার ৮৭৪ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকাসহ মোট আয় ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা।
রাজস্ব খাতে ব্যয় ৪৯ কোটি ৪৩ লাখ, ২ হাজার ৫শ টাকাসহ মোট ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ, ১৯ হাজার, ১২৪ টাকা। বাজেটে মোট উদ্বৃত্ত ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা।##
Leave a Reply