এইবেলা, কুলাউড়া :: সিলেটের মোগলাবাজার রেল স্টেশনে দূর্ঘটনাকবলিত স্থান সারারাত মেরামত কাজ শেষে বুধবার ০৮ অক্টোবর ভোরে কর্মস্থল কুলাউড়ায় ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন সিলেট কুলাউড়া সেকশনের ইনচার্জ মোজাম্মেল হক (৫২)। তিনি বাংলাদেশ রেলওয়ের কুলাউড়ার এস,এস,এই (ওয়ে) পদে দায়িত্বরত কর্মকর্তা।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, মঙ্গলবার ০৭ অক্টোবর ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দূর্ঘটানা কবলিত হলে সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। সারাদিন এবং সারারাত মেরামত কাজে অংশ নিয়ে কাজ সম্পন্ন হলে ভোরে সহকর্মীর মোটরসাইকেল যোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন মোজাম্মেল হক। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় মোজাম্মেল হকসহ অপর সহযোগি মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন। তবে কিভাবে মোটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়, তা কেউ বলতে পারেননি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সকাল ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী ও ২ পুত্র রেখে গেছেন। সিলেট ওসমানী হাসপাতাল থেকে তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তাঁর মৃত্যুতে কুলাউড়া জংশন স্টেশনের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ##
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply