এইবেলা স্পোর্টস ::
কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রফি আহমদ তানিম। তিনি তার ফেইসবুক একাউন্টে নিজের পদত্যাগ প্রসঙ্গে ঘোষণা দেন। এক আবেগঘন স্ট্যাস্টাসে তিনি লিখেন-
কুলাউড়ার সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো আমার বুক ভরা ভালোবাসা,আমি রফি আহমদ তানিম ,কুলাউড়ার ক্রিকেটারদের প্রত্যেক্য ভোটে ২০১২ সালের ২৩ শে জুন নির্বাচনের মধ্যে দিয়ে সি পি এ’র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রাপ্ত হই। আমি সি পি এ’র দায়িত্ব পাওয়ার পর থেকে আজ অব্দি নিষ্ঠার সাথে ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি,কখনো দায়িত্বে অবহেলা করিনি, কিন্তু বর্তমানে আমার ব্যাক্তিগত বিভিন্ন কারনে সি পি এ’র দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভবপর নয়।তাই আমি স্বজ্ঞানে সি পি এ’র সাধারণ সম্পাদকের পদ হতে অব্যাহতি নিলাম….।
সি পি এ’র দ্বায়িত্ব পালন করার সময় যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,যদি সি পি এ’তে দ্বায়িত্বকালীন সময়ে কারও মনে সামান্যটুকু কষ্ট দিয়ে থাকি,তাহলে আমি আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।
পরিশেষে একটি কথাই বলে রাখছি ইনশাআল্লাহ ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নে আমার হাত সবসময় প্রসারিত থাকবে।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ভালো থাকুন,নিরাপদে থাকুন।
আল্লাহ হাফেজ।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply