সিলেট সংবাদদাতা :: ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে সিলেট রেলওয়ে স্টেশনে র্যাবের বিশেষ অভিযান চলছে। শনিবার (২৫ অক্টোবর) ভোর থেকে পুনরায় স্টেশন এলাকায় অভিযান শুরু করে র্যাব-৯,। যেখানে টিকিট যাচাই, এনআইডি দেখানো ও অনিয়মের বিরুদ্ধে জরিমানা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে র্যাব-৯ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার একই অভিযার পরিচালনা করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা, সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট মুক্ত হওয়ার পর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এরপর ওই টিকিটগুলো কালোবাজারিদের কাছে চলে যায় এবং সাধারণ যাত্রীরা অতিরিক্ত মূল্যে তা ক্রয় করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাব-৯ কড়া অভিযান শুরু করেছে।
প্রথম দিন (২৪ অক্টোবর) উপলক্ষ্যে চালানো অভিযানে পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসে টিকিটে নামের অমিল, টিকিটমূল্যের চেয়ে অধিক ভ্রমণ এবং বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে অন্তত ২৫ জন যাত্রীকে মোট ১৫,০০০ টাকার বেশি জরিমানা করা হয়। র্যাব-৯ বলেছে, অভিযানে কোনো ছাড় নেই, টিকিটে অনিয়ম অথবা কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত থাকা সন্দেহে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের সময় স্টেশনের পেছনের গেটে বিশেষ নজরদারি রাখা হয় এবং প্রধান ফটকের মাধ্যমে প্রবেশকারীদের টিকিট ও এনআইডি যাচাই করা হয়। র্যাব-৯ জানায়, কিছু ক্ষেত্রে কালোবাজারি থেকে কেনা টিকিট নিয়ে পেছনের গেট ব্যবহার করে প্রবেশের চেষ্টা ধরা পড়েছে, যা প্রতিহত করা হয়েছে। এছাড়া স্থানীয় স্তরে রেলকর্মী বা রেল পুলিশকর্মীদের সম্ভাব্য জড়িত থাকার অভিযোগ সম্পর্কেও তদন্ত বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
র্যাব-৯ কর্তৃপক্ষ বলেছেন, অভিযান কেবল টিকিট কালোবাজারি রোধে সীমাবদ্ধ নয়; জনগণের নিরাপত্তা রক্ষা, অবৈধ কর্মকাণ্ড দমন ও রেল পরিবহনে স্বচ্ছতা নিশ্চিত করাও তাদের লক্ষ্য। তারা আরও জানিয়েছেন, গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মাধ্যমে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
রেলযাত্রীদের কাছে র্যাব-৯ এবং জেলা প্রশাসন অনুরোধ করেছে। প্রয়োজনে কেবল সরকারি সূত্র বা নির্ভরযোগ্য অনলাইন কনসোলে টিকিট ক্রয় করুন এবং সন্দেহজনক টিকিট ক্রয় বা বিক্রয়ের খবর পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। র্যাব-৯ জানিয়েছে, সাধারণ জনগণের স্বার্থে ও রেল পরিবহনের স্বচ্ছতা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply