এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের মুরই ছড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় সুখিরাম উরাং (২৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুখিরাম উরাং মুরই ছড়া বস্তির দাসনু উরাং এর পুত্র।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মুরইছড়া সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে কোন কারণ ছাড়াই সুখিরাম উরাং এর উপর গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন জানান, নিহত সুখিরাম উরাং পেছনে ডানপাশের পাজরে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সি ও লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, মুরই ছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি ভারতীয় বিএসএফ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় দু ‘দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply