মৌলভীবাজার প্রতিনিধি ::
নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারে গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারী কলেজের শহীদ জিয়া অডিটরিয়ামে ১৮ ঊর্ধ্ব নতুন ভোটারদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটি।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজনের জেলা কমিটির সভাপতি ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল নাগরিকদের নির্বাচনভিত্তিক জ্ঞান বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা।
সুজনের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সুজন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো: জামাল উদ্দিন, নাট্যকার খালেদ চৌধুরী, প্রবীন শিক্ষাবিদ মো: ইকবাল, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন নতুন ভোটার অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতের ভোটার ও নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ‘সচেতনতা সৃষ্টি, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই, গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্য নিয়ে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সম্পর্কে সচেতন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ গ্রহণ করে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাচনের গুরুত্ব ও জনঅংশগ্রহণের প্রয়োজনীয়তা বুঝতে এই আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা উল্লেখ করেন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply