নাজমুল হক নাহিদ ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে বিহারিপুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অদুরে বিহারীপুর এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পরে একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সহ রেলওয়ে কর্তৃপক্ষ মৃতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো.ওহিদুর রহমান বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আত্রাই নদীর দক্ষিণ পাশের রেলক্রসিং এলাকায় ঘটনা শোনার পর সান্তাহার জিআরপি থানায় জানিয়েছি।#
Leave a Reply