এইবেলা, কুড়িগ্রাম প্রতিনিধি ::
বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি পেতে উদ্যোক্তা শহিদ বেকারত্ব ঘোচানোর স্বপ্ন দেখছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী বিদ্যুৎ পাড়ার আলহাজ্ব ছকিয়ত উল্যাহ মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম শহিদ ঢাকায় নিজস্ব প্রতিষ্ঠান বাংলালুক মিডিয়া এন্ড কমিউনিকেশন, চাকুরী ও সাংবাদিকতা করে, সে এখন নিজ গ্রামের বেকারদের নিয়ে স্বপ্ন দেখছে।
শহিদ নিজ বাড়ীতে বি.এম ইন্টারন্যাশনাল গার্মেন্টস কারখানায ১৮-২০টি বিদেশী মেশিনে তৈরী করছে কম্বল। এ ছাড়াও শীতের আগমনে তৈরী করছেন বিভিন্ন ধরনের কম্বল, জ্যাকেট, ব্লেজার, টাউজারসহ অন্যান্য পোশাক।
এখানে স্থানীয় ২০-৩০জন বেকার শ্রমিকদের কর্মসংস্থানসহ উত্তরাঞ্চলের হতদরীদ্র শীতার্থ মানুষের মাঝে সরবরাহ করছে কম দামে শীতবস্ত্র।
শহিদের সাথে কথা বললে তিনি জানান, বি.এম ইন্টারন্যাশনাল গার্মেন্টস কারখানার পাশাপাশি ফুড প্রডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। যাতে করে আমার এলাকার বেকার যুবকদের বেকারত্ব মোচনে সহায়তা করতে পারি। এ ছাড়াও নাগেশ্বরী বাসষ্টান্ডে মিষ্টি ঘর নামে একটি প্রতিষ্ঠান করেছি যেখানে ১০-১৫জন শ্রমিক কাজ করছে।#
Leave a Reply