রাজনগরের কাশিপুর চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ রাজনগরের কাশিপুর চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মত বিনিময় সভা ৪শ’ বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শণ আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ-মঠ সিলেট তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন জেলা প্রশাসকের সাথে কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময় কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আটক কুড়িগ্রামে ঘর-বাড়ি ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর    সিলেটে বিএনপির বিশাল শোডাউন সিলেট নগরীতে ব্যাটারি ও সিএনজি চালিত রিকশা চলাচলে নতুন নির্দেশনা ঘরহারা বন্যার্তদের পাশে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ

রাজনগরের কাশিপুর চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাশিপুর চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ শ্রমিকদের। ম্যানেজারের অপসারণের দাবিতে সোমবার ৩০ নভেম্বর কর্মবিরতিও পালন করে শ্রমিকরা। ইউএনওর হস্তক্ষেপে শ্রমিকরা কাজে যোগ দিলেও দাবির প্রতি অটল শ্রমিকরা।

১৩৯ একর আয়তনের কাশীপুর চা-বাগানে নিয়মিত শ্রমিক হচ্ছেন ১৬ জন এবং অনিয়মিত শ্রমিক ১৬০ জন।

বাগানের সহকারী ম্যানেজার আতাউর রহমান খানের বিরুদ্ধে শ্রমিক নেত্রী উষা কুর্মি, সর্দার জয়রাম, রিপন পাশি নানা অভিযোগ করেন, কথায় কথায় শ্রমিক ছাটাই। বাগানে বহিরাগত নারী নিয়ে আমুদ-ফূর্তি, বিদেশি মদের আড্ডা,সার চুরি, গাছ চুরি ও শ্রমিকদের নানা সুযোগ-সুবিধার অর্থ আত্মসাৎ করাই হচ্ছে ম্যানেজারের কাজ। এক সাথে ২০জন কর্মি ছাটাই ও টিলাবাবু অমৃত লাল দেবকে বদলীর করেন। ম্যানেজারে অপকর্মের প্রতিবাদে ও অপসারণের দাবিতে সোমবার ৩০ নভেম্বর সারাদিন কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বিক্ষোভকারী শ্রমিকরা আরও জানান, আতাউর রহমান খান বাগানের সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব গ্রহনের পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। কিন্তু কথায় কথায় শ্রমিকদের ছাটাই করা ও ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখেন ওই ব্যবস্থাপক। তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও তা আমলে নেয় নি।

বিষয়টি নিয়ে রাজনগর উপজেলা প্রসাশন ও টি-বোর্ডের পরিচালকগণ বৈঠক করে শ্রমিকদের দাবী আদায়ের আশ্বাস দেন। ছাটাইকৃত ২০ শ্রমিককে র্পূণবহাল ও ম্যানেজার বদলীর ব্যাপারে তদন্ত সাপেক্ষে ৭ দিনের সময় নিয়েছেন তারা। সমাধানের পর মঙ্গলবার ০১ ডিসেম্বর সকাল থেকে ওই বাগানের শ্রমিকরা কাজে যোগদান করেছে।

বাগানের শ্রমিক সুত্রে জানা গেছে ২০০১ সালে রাজনগর চা-বাগানের ফাঁড়ি বাগান কাশিপুর চা-বাগান মাহী বি চৌধুরীর কাছ থেকে ইজারা মালিকানা ক্রয় করেছিলেন সিলেটের বিতর্কিত শিল্পপতি আলহাজ রাগীব আলী চৌধুরী। রাগিব আলীর দায়ের করা সত্ত্ব মামলা নিষ্পত্তি হওয়ার প্রেক্ষিতে মৌলভীবাজার আদালতের নির্দেশে বিগত ২০১৮ সালের ১৩ মে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কাশিপুর চা-বাগানের মালিকানার দখল বুঝে নেয় বাংলাদেশ চা বোর্ড।

ব্যবস্থাপক আতাউর রহমান খানের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, সোমবার রাতে টি-বোর্ডের পরিচালকসহ বৈঠক হয়েছে। বহিস্কৃত ২০ শ্রমিকের পূর্ণবহাল করা হবে। সাতদিনের মধ্যে ম্যানেজারের ব্যাপারে তদন্তপুর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews