এইবেলা, মৌলভীবাজার ::
মৌলভীবাজার শহরের ৪টি বেকারিতে অভিযান চালিয়ে তিন লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে সম্রাট বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই দিনে শহরের বড়হাট এলাকায় গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে মেঝেতে তৈরী খাবার রাখা হয়েছে। এর দায়ে এই প্রতিষ্ঠানটিকেও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরে পশ্চিমবাজার এলাকার আল মদিনা বেকারির তৈরী কেক ও পাউরুটিতে মাছি ও তেলাপোকা পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আনন্দ বেকারিতে রং দিয়ে খাবার তৈরি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। এছাড়া পুরনো বিস্কুটের গুঁড়া দিয়ে আবার বিস্কুট তৈরী করা হয়। এর দায়ে এই প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#
Leave a Reply