এইবেলা, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স’ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহি মুলক পুলিশিং নিশ্চিত করতেই এ সেবাটির চালু করা হয় ।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এ সার্ভিস সেন্টারের শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।
পুলিশ সুপার ফারুক আহমদ জানান, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে প্রচুর পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। তাই এই সেবাকে সহজ করতে এবং দালাল মুক্ত রাখতে আমরা উদ্যোগটি নিয়েছি। এখন থেকে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন ঝামেলা ছাড়াই সল্প সময়ে নির্দিষ্ট তারিখে তা সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগের ফলে কোন দালাল বা মধ্যপথে আর্থিক দুর্নীতি থাকবেনা বলেও আশাবাদী তিনি।
Leave a Reply