এইবেলা স্পোর্টস ::
কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) উদ্যোগে ‘সিপিএ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট’-২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। ৫৫ দলের অংশগ্রহনে বৃহস্পতিবার ২৮ জানুয়ারি স্থানীয় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সিপিএ’র সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। স্বাগত বক্তব্য দেন সিপিএ’র সিনিয়র সহ-সভাপতি মুসা আহমেদ সুয়েট, সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তরিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শিপলু প্রমুখ।
উদ্বোধনী খেলায় জগন্নাথপুর যুব সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ২০২ রান সংগ্রহ করে। জবাবে জাতীয় তরুণ সংঘ সবক’টি উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। বিজয়ী দলের আজাদ অনবদ্য ৭৮ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply