মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে সম- নাগরিকত্ব শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্টিত হয়।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এডাব এর আয়োজনে ওয়েষ্টান হোটেল হল রুমে এ সেসিনার অনুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলার এনজিও সমনয়ক এস এ হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মলিকা দে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস ছত্তার, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,প্রেসক্লাবে সহ- সভাপতি নুরুল ইসলাম শেফুল এসময়,সাংবাদিক,এনজিও কর্মী,শিক্ষার্থী ও চা শ্রমিকরা সেমিনারে অংশ গ্রহন করেন। এডাব বিভাগীয় পরিচালক বাবুল আক্তার বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply