নাজমুল হোসেন, ইতালি ::
মহান একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচ্যনা সভা ও পুস্পস্তর্পক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য ভাবে পালন করেছে মিলান কনসুলেট। বাংলাদেশের রাত ১২.০১ মিনিটের সাথে মিল রেখে শনিবার ভেনিসের স্থানীয় একটি হলরুমে কনস্যুলেট কর্মকর্তারা অস্থায়ী শহিদ বেদিতে পুস্পস্তর্পক অর্পণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিল্লাল হোসেন তারপরেই একুশের উপর স্বাগত বক্তব্য রাখেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন। মাননীয় রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল সামসুল আহসান ও শ্রম কনসাল শিব্বির আহমেদ।
সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান ভেনিসের বাংলাদেশ সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন,কিশোরগঞ্জ জেলা সমিতি,যুবলীগ ভেনিস ,ছাত্রলীগ ভেনিস ,ভৈরব পরিষদ,নরসিংদি ফাউন্ডেশন ,আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ,আদমপুর সমিতি,গ্রিন সিলেট।কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ফারুক সৈয়াল।
পরিশেষে একুশের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#
Leave a Reply