রাজনগর উপজেলা আ’লীগের সভাপতি মিসবাহুদ্দোজা ভেলাই আর নেই রাজনগর উপজেলা আ’লীগের সভাপতি মিসবাহুদ্দোজা ভেলাই আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় টিলা কেটে মাটি পাচারে সক্রিয় সংঘবদ্ধ চক্র : ৩ ট্রাক আটক ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন নিটারে সরস্বতী পূজা আয়োজনের ব্যাপক তোড়জোড় নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা কুলাউড়ায় বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার কুলাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা বড়লেখায় জেলা প্রশাসকের নানা কার্যক্রম : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ৫৪ বকনা গরু বিতরণ বড়লেখায় যুবদল নেতা খুন : ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা-কোনো গ্রেফতার নেই

রাজনগর উপজেলা আ’লীগের সভাপতি মিসবাহুদ্দোজা ভেলাই আর নেই

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ৩০ বছরের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ ও সদর ইউনিয়নের গড়গাঁও নিবাসী আলহাজ্ব মিছবাহুদ্দোজা (ভেলাই মিয়া) আর নেই। বুধবার রাত ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব মিছবাহুদ্দোজা ১৯৬১ সালে মেট্রিকুলেশন পাশের পর রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭১ সালের ৬ মে পাক হানাদার বাহিনীর হাতে আটক হয়ে প্রায় ১৭ দিন হানাদার বাহিনীর হাজতে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ না নিলেও তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বিরোধী ছিলেন না। ফলে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ ৮০’র দশকে রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন।

এই সময়ে রাজনগর উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতেও ভূমিকা রাখেন। সেই ধারাবাহিকতায় ১৯৯২ সালে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভেলাই মিয়া দু’বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। কিন্তু দল ক্ষমতায় থাকা অবস্থায় বিশেষ করে বিগত নির্বাচনে মনোনয়ন না পাওয়ার ক্ষোভে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া স্থানীয় রাজনীতিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো।

রাজনগর উপজেলার ২ বারের সাবেক চেয়ারম্যান ভেলাই মিয়ার মৃত্যুতে রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর জানার পর থেকে হাজার হাজার লোক মরহুমের বাড়িতে ভীড় করেন।

তাঁর জানাজা বৃহস্পতিবার বিকাল ২টা ১৫ মিনিটে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় আলহাজ্ব জেলা আওয়ামী লীগ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews