ইতালি প্রতিনিধি ::
ইউরোপিয়ান ক্রিকেট টুর্নামেন্ট টি -টেন এর ভেনিস অঞ্চলের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভেনিস ক্রিকেট ক্লাব ৮ উইকেটে রয়েল ক্রিকেট পাদোভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের এ সিরিজে খেলার গৌরব অর্জন করে। নভেম্বর মাসে এই টুর্নামেন্টের মূল সিরিজ রোমে অনুষ্ঠিত হবে।
ভেনিস অঞ্চলে মোট ৫ টি দল লীগ পদ্ধতিতে একে ওপরের সাথে মোকাবেলা করে পয়েন্টের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
শনিবার সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভেনিস ক্রিকেট ক্লাব ২৩ রানে লনিগো ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রয়েল ক্রিকেট পাদোভা ৩৫ রানে ত্রেনতিনো ক্রিকেট ক্লাব পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
বিকেল ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জয়লাভ করে রয়েল ক্রিকেট পাদোভা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জয়ের টার্গেট নিয়ে ভেনিস ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা দুই উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয় লাভ করে ভেনেতো অঞ্চল ভিত্তিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১৩ রান সংগ্রহ করেন ভেনিস ক্লাবের অধিনায়ক নাজমুল হক এবং একই দলের আল আমিন বল হাতে সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে যৌথভাবে ম্যান অব দা সিরিজ মনোনীত হন।
উল্লেখ্য, গত বছর একই টুর্নামেন্টে রোমে অনুষ্ঠিত সেমিফাইনাল থেকে ভেনিস ক্রিকেট ক্লাব পরাজিত হয়েছিল।#
Leave a Reply