এইবেলা ডেস্ক ::
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ; বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
এশিয়ার দেশ ভারতে ভাইরাসে আক্রান্ত শনাক্তে রেকর্ড তৈরি হচ্ছে। শনিবার দেশটিতে দুই লাখ ৩০ হাজার রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়ানোর পাশাপাশি শনাক্তও ১৪ কোটি ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্সের তথ্যমতে, এখন বিশ্বে করোনায় আক্রান্ত শীর্ষ তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। এই তিন দেশে মৃতের সংখ্যা সবমিলিয়ে ১০ লাখ ছাড়িয়েছে। আর গত সপ্তাহে প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘নতুন শনাক্ত আর মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা গত দুইমাসে দ্বিগুণ হয়ে গেছে।’
যুক্তরাষ্ট্র, ভারত আর ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।
ভারতেই শুধুমাত্র শুধুমাত্র শনিবার ২ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
তবে বিশ্বের অনেক দেশেই শনাক্ত ও মৃত্যুর সরকারি তথ্য সঠিকভাবে পাওয়া যায় না।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply