ইতালী থেকে নাজমুল হোসেন ::
ঈদের আনন্দ আপামর মানুষের জন্য খুবই খুশির, অনিশেষ আনন্দের, এ আনন্দে রয়েছে আলাদা সুখানুভূতি, অনন্য আমেজ। প্রবাসে এই ঈদের অনন্দকে ভাগাভাগি করে নিতে ইতালির রাজধানী রোমে ৩০ মে রবিবার রোমের স্থানীয় একটি পার্কে প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছ আসিলিয়াবাসী। দিনব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি ও ব্যবস্থাপনায় ছিলেন সানজিদা বাসের।
নারী নেতৃবৃন্দরা বলেন” প্রবাস জীবনের এই ব্যস্ততার মাঝেও আমরা নারীরা ঐক্যবদ্ধ হয়েছি যেন সম্মিলিত ভাবে নারীদের উন্নয়নে কাজ করতে পারি, প্রতিটি নারী যেন স্ব প্রতিভায় বিকশিত হতে পারে সে লক্ষে ও আমরা একে অন্যের পাশে থাকার বদ্ধপরিকর।”
এসময় আসিলিয়াবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা নিগার মিতা, রওশন আরা মুন্নি, ইফরোজা খানম ইফা, ডলি আক্তার, সাহিদা মিতু, মুক্তা, সান্তা, মনিকা, ঝুমা, এনি, মলি আক্তার, রিপা, নাসিমা, সাহিদা আক্তার, নাজমা আক্তার, পরশ মনি, ফারিয়া আঁখি, শিল্পী চৌধুরী, মলিন তাহের, দিনা ইসলাম, লিমা আক্তার, শিউলি আক্তার, ছাবেকুন নাহার ছাবি, শাহানা আক্তার, নাবিহা, রুমা সাহা, চায়না সাহা, বীথি সহ আরো অনেকই। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল বাচ্চাদের জন্যে খেলা, মহিলাদের বালিশ খেলার ব্যবস্থা ও দেশীয় বিভিন্ন রকমারি পিঠা।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply