বাহরাইনে করোনায় ৭০ বাংলাদেশির মৃত্যু বাহরাইনে করোনায় ৭০ বাংলাদেশির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

বাহরাইনে করোনায় ৭০ বাংলাদেশির মৃত্যু

  • বুধবার, ৯ জুন, ২০২১

এইবেলা ডেস্ক ::

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়ে বাহরাইনে এ পর্যন্ত ৭০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে গত মে মাসেই ৩২ জনের মৃত্যু হয়েছে।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মানামার বাংলাদেশ দূতাবাস।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় এ পর্যন্ত ৭০ জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মে মাসে ৩২ জন মারা গেছেন।

মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনায় আক্রান্ত হচ্ছের। করোনায় মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

এই অবস্থায় বাহরাইন সরকাররের নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

এছাড়া বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিচ্ছে দেশটির সরকার। বাংলাদেশি কর্মীদেরকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews