জুড়ী প্রতিনিধি:- মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি হচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে।কিন্তু সচেতনতা একেবারেই কম।তাই প্রতিদিন করা হচ্ছে জরিমানা আদায়।
ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার(২৭ শে জুন) উপজেলা শহরের ভবানীগন্জবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।
অভিযানে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে আহবান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে বিভিন্ন অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ১১ টি মামলায় একহাজার আটশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply