জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের চা শ্রমিকদের সংগঠন কাপনাপাহাড় চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্যরা এক সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জুড়ী উপজেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে কমিটির সহ-সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অজন্তি বাউরী অভিযোগ করে বলেন, গত ১০ সেপ্টেম্বর বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রমেশ বাউরী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করে যে অভিযোগ উত্থাপন করেছেন তা তথ্যগতভাবে সঠিক হয়নি, বিধায় আমরা আজ সংবাদ সম্মেলন আহ্বান করেছি। তারা বলেন প্রমেশ মূলত বার্ধক্যজনিত কারণে সকল কর্মকান্ড থেকে ইস্তফা দিয়েছেন। বিধায় তিনি কোনো তালিকা দিতে পারেন না। আর সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে তিনি যে তালিকা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। কারণ তাতে বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানের কোনো স্বাক্ষর নেই। আর সমাজসেবা অফিস থেকে আমরা ফরম পেয়েছি ফ্রি। আর তিনি বলেছেন দুই হাজার টাকার বিনিময়ে নিয়েছেন। সেই তথ্যটিও সঠিক নয়। এসব অসত্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপনাপাহাড় পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ নিরেন চন্দ্র বোনার্জী, সদস্য সুকরাম রিকমন, বিশ্বজিৎ বোনার্জী, সঞ্জয় চাষা, খোকন কৃষ্ণ গোয়ালা, বিমলা বোনার্জী, আলোমতি বাউরী, অন্নদা চাষা, সুদাম গোয়ালা প্রমুখ।#
Leave a Reply