এইবেলা, আজমিরীগঞ্জ ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বর্ষনে কালনী, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ৷ নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের গ্রাম এবং বাড়ি ঘর ৷
১৪ জুলাই মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় ২নং বদলপুর ইউনিয়নের হিলাল পুর, পিরোজপুর ১ নং সদর বিরাট ইউনিয়নের রনিয়া, শুক্রীবাড়ী ফতেপুরের বিভিন্ন বাড়ির উঠোনে হাটু থেকে কোমড় পানি প্রবেশ করেছে ৷ এতে পানিবন্ধী হয়ে পড়েছে এসব গ্রামের প্রায় কয়েক শতাধিক পরিবার ৷ বাড়ি থেকে সড়কে পৌছাতে এখন একমাত্র সম্ভল ছোট কোষা(ডিংঙ্গি) নৌকা ৷ সংকট দেখা দিচ্ছে বিশুদ্ধ খাবার পানিরও ৷
পরিবার পরিজন নিয়ে আতংকে দিন কাটাচ্ছে এসব এলাকার পানি বন্দী মানুষ ৷ একদিকে যেমন পানি বৃদ্ধির শঙ্কা অপর দিকে বাচ্চা, শিশুদের নিরপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে প্লাবিত এলাকার অভিভাবকগণ৷ সেই সাথে যোগ হয়েছ সাপ, বিচ্ছু, জোঁকের শঙ্কাও ৷
এসব এলাকার কয়েক জনের সাথে আলাপ কালে উনারা জানান, রোজ ওই পানি বাড়ছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে ডরে দিন কাটাইতাছি, আল্লাহ জানে কিতা অইব (হবে) ৷
জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে কুশিয়ারা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে, সবগুলো বাঁধ সুরক্ষিত রয়েছে৷ তবে বন্যায় ক্ষয়ক্ষতির হবার সম্ভাবনা কম ৷
এ বিষয়ে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মতিউর রহমান খাঁন জানান, আজ আমি সরজমিনে গিয়ে পরিস্হতি পরিদর্শন করেছি, বন্যার প্রস্তুতিমুলক সভা করা হয়েছে এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে ৷ বন্যা পরিস্হিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে যদি ত্রাণের প্রয়োজন হয় তাহলে নতুন করে উপজেলা প্রশাসন থেকে ত্রাণ বিতরনের জন্যও আমরা প্রস্তুত রয়েছি। সেই সাথে ফ্লাড সেন্টারগুলো খোলা রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে৷ আমাদের প্রশাসন পরিস্হিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে৷#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply