রাঙামাটি প্রতিনিধি ::
পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গত ১যুগ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক জানিয়ে উপরোক্ত কথা গুলো বলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ।
সোমবার সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলা যুবলীগ’র আয়োজনে রাঙামাটির বালুখালী ইউনিয়নের ক্যাইল্লামুড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাস্তা, ঘাট, কালবার্ট ব্রীজ, মসজিদ মন্দির, ধর্মীয় উপাসনালয়সহ প্রতটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ সরকারের আমলেই পার্বত্যাঞ্চলে টেকসই উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা যুবলীগ সহ-সভাপতি সজল চাকমা, ঠিকাদার জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি শাহ এমরান রোকন, পৌর ছাত্রলীগ সভাপতি মো: আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নয়নের ক্ষেত্রে সমান সহযোগিতা পাচ্ছি। তাই বর্তমান সরকারের এ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ৪শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply