হবিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের হবিগঞ্জে বাসে সন্তান প্রসব করলেন এক মহিলা। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার আত্মীয়ের বাড়ি থেকে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাসে করে নিজ বাড়ি ফিরছিলেন অন্তঃসত্ত্বা নুরুন্নাহার বেগম। হবিগঞ্জ পৌর টার্মিনালে পৌঁছাতেই মধ্যে বিকাল সাড়ে ৪টায় ১ টি মেয়ে শিশু জন্ম দেন তিনি। এসময় বাস টার্মিনালে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষনা করে কর্তৃপক্ষ। মেয়ে সন্তান প্রসবকারী মহিলার বাড়ী হবিগঞ্জ সদরে।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে (সিলেট ব ১১-০১০৬) হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা উঠে। এক পর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় সেই মা ও নবজাতকের আজীবন বাস ভাড়া ফ্রি করা হবে।’
নবজাতকের বাবা হবিগঞ্জ সদরে কাশিপুর গ্রামের জাহেদুল ইসলাম বলেন, ‘ও আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার ব্যথা শুরু হয়। তবে সবাই আমাদের অনেক সহযোগিতা করেছেন। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছেন।
মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছেন। আল্লাহ যেন তাদের ভালো করেন।’
বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। তিনি অনেক সাহসী। বাসের মধ্যে প্রসব-ব্যথা উঠলেও সাহস রেখে ধৈর্য ধরেছেন।’
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply