আল আমীন. জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী ুপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা জনমিলন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, তথ্য কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিম উদ্দিন, তৈয়বুন নেছা খানম সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমদ চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, নির্বাচন অফিসার হাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, পিডিবি জুড়ী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ স্থানীয় রাজনীতিবিদ,গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply