এইবেলা, জুড়ী::
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।’ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী প্রায় ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয় । মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ৩৫টি গৃহ মঙ্গলবার দুপুরে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা, সিনিয়র সহকারী কমিশনার মুন্না রাণী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল আহমদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।
ইউএনও সোনিয়া সুলতানা বলেন, জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হয়েছে। প্রতি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। তৃতীয় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৩ হাজার পরিবারকে ঈদের আনন্দ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply