এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলী গ্রামের আলীর ছেলে সেফুল মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের আলীর ছেলে সেফুল মিয়াসহ বেশ কয়েকজন বুধবার রাতে গরু আনতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। গরু আনতে কাঁটাতারের বেড়াকাটার সময় বৃহস্পতিবার ভোররাতে তাদের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এসময় বিএসএফের গুলিতে সেফুল মিয়া আহতহন। তার সঙ্গীরা তাকে সীমান্তে ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিবিদ্ধ সেফুল মিয়াকে আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে আটক করে ধর্মনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে। ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েকবার বিজিবির মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়। সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ জানান, ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলী গ্রামের সেফুল মিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর পেয়েছি।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের এক যুবক আহত হওয়ার খবর জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীও নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে জুড়ীর ফুলতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের (০১৭৬৯৬১৩৫৭৩) দাপ্তরিক মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply