এইবেলা, জুড়ী ::
‘মাস্ক ব্যবহার করুন, করোনা থেকে বেঁচে থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইন করেছে জুড়ী উপজেলা স্কাউটস।
২৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্ত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুুল কাদির দারা, উপজেলা স্কাউটস সিনিয়র সহ-সভাপতি সিতাংশু শেখর দাস, সম্পাদক আরমান আলী, কোষাধ্যক্ষ কবির উদ্দিন আহমদ, উপজেলা স্কাউট লিডার উস্তার আলী, উপজেলা কাব লিডার প্রণয় রঞ্জন দাস, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট পারিজান চন্দ্রাননা অর্চি ও মেহেদী হাসান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা শহরের তিনটি পয়েন্টে এক সাথে অনুষ্টিত ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউট সদস্যরা পালাক্রমে অংশ গ্রহণ করে। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply