এইবেলা অনলাইন ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিয়ালের কামড়ে ৫ গ্রামের শিশু, নারী ও পুরুষসহ ১১জন আহত হয়েছেন। এলাকাগুলোর মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাঁও, কুশিউড়া, বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম (৪৫), প্রবাসী বোলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), সারফুল ইসলামের স্ত্রী ছালেকা বেগম (৩৫), তাদের ৩ বছরের শিশু পুত্র ছায়মন, উরুরগাঁও গ্রামের রহম আলীর পুত্র বাবুল মিয়া ৩০), কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫)। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি
বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান মো. আবুল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, একটি পাগলা শিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোজনকে কামড় দিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply