এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ টায় ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে গেলো ১০ ট্যাংকার জ্বালানি পণ্য। বিকেলে ভারতের মেঘায় রাজ্যের ডাউকি স্থল শুল্ক বন্দর দিয়ে সিলেটের তামাবিল স্থল শুল্ক বন্দরে আসে ইন্ডিয়ার ওয়েলের ১০ ট্যাংকার জ্বালানি পণ্য।
জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সিলেটেরে তামাবিল স্থল শুল্ক বন্দরে ভারতীয় জ্বালানি পণ্যের ১০টি ট্যাংকার গ্রহন করেন বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েল এর কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম। এসময় উপস্থিত ছিলেন শুল্ক বিভাগের সিলেট বিভাগীয় উপ কর কমিশনার মো. আল আমিন, তামাবিল স্থল শুল্ক বন্দরের উপ-পরিচালক মাহফুজ আলম ভূঁইয়া।
পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকারগুলোর ৩টিতে ২১ দশমিক ১৯ মেট্রিকটন এলপিজি ও ৭টিতে ছিল ৮৩ মেট্রিকটন পেট্রোলিয়াম ওয়েল ছিলো।
তামাবিল স্থল শুল্ক বন্দর থেকে বিকাল সাড়ে ৪টায় বের হওয়া ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকারগুলো সিলেট- মৌলভীবাজার হয়ে কড়া পুলিশি নিরাপত্তায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে রাত ৯টায় পৌছায়। ট্যাংকারের বহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েলের কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম, সিলেট থেকে আসেন চারজন শুল্ক কর্মকর্তা।
বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েলের কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম বলেন, বাংলাদেশ সরকারের সাথে ভারতের চুক্তির অংশ হিসেবে এটি প্রথম চালান জ্বালানি পণ্যবাহী ট্যাংকার এসেছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আরও জ্বালানি পণ্যবাহী ট্যাংকার এভাবে এ পথে ট্রানজিট ব্যবাহার করে আসবে। তিনি এ ট্রানিজিট ব্যবহারকালে বাংলাদেমেল সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ খুব আন্তরিকতার সাথে সাহায্য করেছে বলে তিনি জানান।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেন, বাংলাদেশ ভারতের একটি চুক্তির ভিত্তিতে ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকার তামাবিল দিয়ে প্রবেশ করে আবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে প্রবেশ করেছে। উর্দ্ধতন বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশনায় তিনিসহ তার কর্মকর্তারা রাত পর্যন্ত অপেক্ষা করে শুল্ক বিভাগীয় কাজ সম্পন্ন করে রাতে আবার এসব জ্বালানি পণ্যবাহী ট্যাংকার ভারতে প্রবেশে দায়িত্ব পালন করেছেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply