বড়লেখা প্রতিনিধি :
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) জুড়ী উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। ১ সেপ্টেম্বর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) কেন্দ্রীয় চেয়ারম্যান জুয়েল আরেং এমপির নির্দেশক্রমে কমিটির অনুমোদন দিয়েছেন সেক্রেটারি জেনারেল যোহন সাংমা।
উপজেলার ফুলতলা ইউপির ফুলতলা এলবিনটিলা খাসি পুঞ্জিতে গত ৩০ জুলাই কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। টিডব্লিউএ এর সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ নেতা ডানেশ সাংমার সভাপতিত্বে সর্বসম্মতিতে মাইকেল নংরুমকে চেয়ারম্যান, ওয়ানমন লংডঃকে জেনারেল সেক্রেটারি, গফেস মুন্ডাকে সাংগঠনিক সম্পাদক ও আমরুশ সাংমাকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট জুড়ী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান অনিল জয় ডিখার, এন্টনি পাটুয়াট, এসপারলেস পঃলং, জয়েন্ট সেক্রেটারি বিষ্ণু তেলী, সহ-জয়েন্ট সেক্রেটারি সুদিপ্ত ঘাগরা, সহ-কোষাধ্যক্ষ রিলিং রূপসী, সহ-সাংগঠনিক সম্পাদক মেসিনা লামিন, প্রচার সম্পাদক ডিলাং ইয়াংইয়ুং, সহ-প্রচার সম্পাদক ভারত কুর্মি, শিক্ষা বিষয়ক সম্পাদক কর্ণ টুডু, ক্রীড়া সম্পাদক উপেন ভূমিজ, সাংস্কৃতিক সম্পাদক সুমিতা হাসদা, মহিলা বিষয়ক সম্পাদক বাসস্তী কুর্মী, দপ্তর সম্পাদক পনতি নকরেক, সদস্য মিন্টু রেমা, কালিপ্রসাদ সাঁওতাল, মুজিব সাংমা।
এদিকে সোমবার দুপুরে জুড়ী ইউএনও সোনিয়া সুলতানার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে এরকম একটি কমিটি গঠন করায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ইউএনও বলেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বিকেলে জুড়ী মডেল একাডেমির সভাকক্ষে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাইকেল নংরুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ নেতা দানেশ সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিডব্লিউএ সিলেট সদর উপজেলা শাখার উপদেষ্টা এলিয়াস নকরেক, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply