এইবেলা, সিলেট :: সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় প্লাবিত সিলেট সিটি কর্পোরেশনের আওতা ভুক্ত এলাকা গুলিতে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর পক্ষ থেকে এক ঝাঁক কিশোর ও তরুণ উপশহর, মেন্দীবাগ,মাছিম পুর,ছড়ারপার, চালিবন্দর, সাদা টিকর, তের রতন এসব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন সিলেটের এক ঝাঁক উদীয়মান তরুণরা। তাদের কাজকে স্বাগত জানাতে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর পক্ষ থেকে গত রোববার ০৪ সেপ্টেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোঃ গোলাম কিবরিয়া ইমরোজ,সংগীত পরিবেশন করেন- মনোয়ার হোসেন হৃদয়, অনুষ্ঠান পরিচালনা করেন এসিস্ট্যান্ট ম্যানেজার আযহার উদ্দিন খান,সভাপতিত্ব করেন মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের (এজিএম এন্ড হেড অব মার্কেটিং) মোঃ ওবায়দুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সবাইকে মোবারক বাদ জানিয়ে ৪৫ জন তরুণদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথির হাত থেকে প্রথমে ক্রেস্ট গ্রহণ করেন মোঃ আইন আবেদীন লিসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা মামুন হোসাইন, জালাল খান, এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, দেলোয়ার হোসেন, রনি,আবু হাসান প্রমুখ।#
Leave a Reply