ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২ সম্মানে ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) সার্কেল মোঃ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে কর্মক্ষেত্রে সততা, আন্তরিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রদানে স্বীকৃত স্বরূপ এই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়।
অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার) এর সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার)।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনে পেশাদার এবং জনগণের সাথে আচরণে শুদ্ধ ও মানবিক হতে হবে। এ পুরস্কারপ্রাপ্তি আপনাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আজকের এ স্বীকৃতি জনগণের সেবায় আরও সততা ও দক্ষতার সাথে দাযিত্ব পালনে ব্রতী হতে আপনাদেরকে উজ্জীবিত করবে।
উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১২০ জন সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, নয় জন এসপি, ১৮ জন অতিরিক্ত এসপি, ছয় জন এএসপি, সাত জন ইন্সপেক্টর, ২৪ জন এসআই, ২৯ জন এএসআই, এটিএসআই, তিন জন নায়েক, ২০ জন কনস্টেবল এবং আর্মড ফোর্সেসের তিন জন অফিসার রয়েছেন। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নারী পুলিশ সদস্য রয়েছেন ৮ জন।#
Leave a Reply