দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাগানবাড়ী রিংকু বর্ডারহাট পরিদর্শণ করেন তিনি।
উপজেলার বোগলাবাজার ইউনিয়ন সীমান্তে বাগানবাড়ী রিংকু বর্ডার হাট পরিদর্শণে আসার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। পরে ভারতীয় হাইকমিশনার এক মতবিনিময় সভায় যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার (৫) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ওসি দেবদুলাল ধর, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক,বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, নিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক সহ সীমান্ত এলাকার বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ মে বাগানবাড়ী রিংকু বর্ডারহাটের আনুষ্টানিক উদ্বোধন করা হয়। সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবার এই হাট চালু থাকে। ২০১৮ সালে এই বর্ডার হাট নির্মান কাজ শুরু হয়। সংক্রমাক ব্যাধী করোনা ভাইরাসের কারনে এর উদ্বোধন কাজ পিছিয়ে যায়। মতবিনিময়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক অনেক পূরনো। এই বর্ডার হাটটি চালু হওয়ায় দু’দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত জনপদের মানুষের সু-সম্পর্ক তৈরী হয়েছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply