ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মহাসড়ক সংলগ্ন একই স্থানে বারবার গাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাত ১টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির কাগজপুর-ভাগলপুর-হলিমপুর সড়কে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। ডাকাতি চেষ্টাকালে চালক ও যাত্রীদের প্রতিরোধ ও গ্রামবাসীদের ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশও রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার ইউপির কাগজপুর-ভাগলপুর-হলিমপুর সড়কে ডাকাতরা সড়কের পাশে রাখা বিদ্যুতের পরিত্যক্ত খুটি রাস্তায় ফেলে ভাগলপুর গ্রামের অটোরিক্সা (সিএনজি) চালক রবি বৈদ্যের গাড়ি গতিরোধ করে। গাড়িতে থাকা লোহার রড দিয়ে চালক ও যাত্রীসহ ৭/৮ জনের ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতদের সাথে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে এক পর্যায়ে স্থানীয় ভাগলপুর গ্রামের অর্ধশত গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করতে আসলে অবস্থার বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গভীর রাত হলেই বাড়ি ফেরা এলাকার ব্যবসায়ী ও কর্মজীবি মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, একই স্থানে গত ২৮ গভীর রাতে ফেব্রুয়ারী ভাগলপুর গ্রামের ট্রাক চালক সাহাব উদ্দিনের ট্রাককে ডাকাতরা রাস্তায় বাঁশ বেধে ডাকাতির চেষ্টা করে।
১৩ ফেব্রুয়ারী ডাকাতরা একই স্থানের সেতুতে বাঁশ বেঁধে গাড়ি আটকিয়ে ভাগলপুর ও হলিমপুর গ্রামের কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভাগলপুর গ্রামের ভুক্তভোগী নুরুল ইসলাম থানায় অভিযোগ করলেও ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বে কয়েক মাস ধরে এই রাস্তার পাশে পল্লী বিদ্যুতের কয়েবটি পুরাতন খুটি ফেলে রাখা আছে। ডাকাতরা এই খুটিগুলো ডাকাতির কাজে এই খুটি গুলো ব্যবহার করছে।
এদিকে, গত বুধবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা দাশপাড়া রোডের প্রবাসী আব্দুল ছায়াদের রাহিম ভিলায় গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে। চুরেরা প্রবাসীর ঘরে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। গত ১৮ মার্চ দিবাগত রাতে তাজপুর-বালাগঞ্জ সড়কের মোল্লাপাড়াস্থ আনোয়ার টাওয়ার থেকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ব্যবস্থাপক তাপস বৈষ্ণবের (ঢাকা মেট্রো-হ-৬৮-০৬৫৭) ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাছুমুর রহমান চৌধুরীর মোটরসাইকেল চুরি হয়।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, তাৎক্ষনিক এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুর ডাকাতদের ধরতে আমাদে অভিযান অব্যাহত রয়েছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply