এইবেল, হবিগঞ্জ ::
হবিগঞ্জের চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার সময় তা ভেঙে পড়ে ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাঁও দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে এ ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে খনকারিগাঁও গ্রামের নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) হঠাৎ বুকে ব্যথায় ছটপট করতে থাকলে তাকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে দুলাল মারা গেলে বিকাল ৩টার দিকে বাড়িতে ফেরার পথে করাঙ্গী নদীর সাঁকো ভেঙ্গে দুলালের মরদেহসহ ৬ জন নদীতে ভেসে গেলে স্থানীয় এলাকাবাসী আধাঘণ্টা খোঁজাখুঁজির পর দুলালের মরদেহ সহ অন্যদের উদ্ধার করেন। এতে আশিক,সুমন, আব্দুল মতিনসহ ৬ জন আহত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিৎ রায় জাগো নিউজকে জানান,
বিষয়টি আমি ফোনের মাধ্যমে জানতে পেরেছি।
ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধিগণ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। কিছু দিনের মধ্যেই সাঁকোটি পূর্ননির্মান করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply