আল আমিন আহমদ:: বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে সুবিধাবঞ্চিত ২৮০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট-এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির (এ.এফ.ডবিøউ.সি, পি.এস.সি, জি), লে. কর্ণেল রাহাত মাহমুদ (পি.এস.সি, জি), তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো: বদরুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামসহ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেনাসদস্যগণ নিজেদের জন্য বরাদ্দকৃত শুকনা রশদের অংশ বিশেষ (চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবণ, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা এবং গুড়া দুধ) খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য স্বতঃ¯ফূর্ত ভাবে প্রদান করেন। সিলেট বিভাগের ১০টি উপজেলার ৩০৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply