জুড়ীতে বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবি- এক আসামী কারাগারে জুড়ীতে বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবি- এক আসামী কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে

জুড়ীতে বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবি- এক আসামী কারাগারে

  • বুধবার, ৩১ মে, ২০২৩

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ীতে পুত্র সন্তানহীন বিধবা বৃদ্ধ মহিলার কাছে চাদাঁ চেয়ে না দেওয়ার কারনে বাড়ি দখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় জুড়ী থানায় মামলা দায়ের করেছেন হারিসুন বেগম নামের ভুক্তভোগী এক মহিলা। এদিকে বুধবার জামিন নিতে গেলে আদালত এক আসামীকে কারাগারে পাঠিয়েছেন।

 মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের হারিসুন বেগমের স্বামী কালাম মিয়া মারা যাওয়ার পর তাদের ভূমি ভাগ-ভাটোয়ারার পর মেয়েরা তাদের পৈতৃক সম্পতিতে বিল্ডিং তৈরী করে দেন।মেয়েরা তাদের স্বামীর বাড়িতে বসবাস করার কারনে বৃদ্ধ হারিছুন বেগম ঐ বিল্ডিংয়ে একা বসবাস করেন।সম্প্রতি তার দেবর আব্দুল আজিজ বদই প্রবাস থেকে এসে বৃদ্ধার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন।টাকা না দেওয়ার কারনে বিল্ডিং দখলের জন্য তার স্ত্রীকে নিয়ে ঘর দখলের উদ্দেশ্যে প্রবেশ করেন।এতে বৃদ্ধ মহিলার মেয়েরা ফোনে তাদের চাচাকে ঘর থেকে চলে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধাকে মারধর, শ্লীলতাহানি করে।তিন মেয়ে স্বামীর বাড়ি থাকার কারনে তিনি বাড়িতে একা থাকাবস্থায় এক মেয়ের জামাই এসে বৃদ্ধাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

বৃদ্ধা জুড়ী থানায় অভিযোগ দিলে আজিজ ও তার স্ত্রী সুমী বেগম ঘরে থাকা নগদ টাকা, জিনিষপত্র অন্যত্র সরিয়ে ফেলেন। এ ঘটনায় বৃদ্ধা হারিসুন বেগম গত ২৯ মে জুড়ী থানায় মামলা করেন।বুধবার বিবাদীদ্বয় মৌলভীবাজার কোর্টে হাজির হলে ১ নং আসামীকে হেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বৃদ্ধা মহিলা একা থাকার কারনে আসামীগণ মহিলার কাছে টাকা দাবি করে।পরে মহিলাকে মারধর করে ঘরে লুটপাট চালায়। আসামীদের বুঝানোর চেষ্ঠা করে ব্যর্থ হয়ে মামলা রুজু করা হয়েছে। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এক নম্বর আসামীকে জেলহাজতে প্রেরণ করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews