সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অপর বোনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
অফাবৎঃরংবসবহঃ
সোমবার বিকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মুসলিমকোনা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের আবুল কালাম ময়নার কন্যা।
জানা যায়, বাড়ির সামনের রাস্তায় তিন বোন একসঙ্গে খেলা করছিল। পরিবারের লোকজন তাদের আর খোঁজখবর রাখেনি। বিকালে জনৈক একজন পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় খালের পানিতে একটি মেয়েকে ডুবতে দেখে তিনি চিৎকার দিলে আশ পাশের বাড়ির লোকজন সেখানে জড়ো হয় এবং এক এক করে ওই তিন কন্যা শিশুদের পানি থেকে উদ্ধার করে সন্ধ্যায় স্থানীয় কৈতক হাসপাতালে নেন। সন্ধ্যার পর সেখান থেকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাত ৮টায় হাসপাতালে পৌঁছার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাইয়্যেবা বেগম (৮) ও তানজিনা বেগমকে (৬) মৃত ঘোষণা করেন।
নিহত তাইয়্যেবা মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও তানজিনা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান একাডেমির প্লের শিক্ষার্থী ছিল। এছাড়া তাদের বড় বোন, মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া বেগমকে (১০) হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#
Leave a Reply