ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের সকল কর্মকর্তা সহ সবাইকে লক্ষ অর্জনে এক সাথে কাজ করতে হবে। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও কাজ করি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রশাসনের প্রত্যেকটি দপ্তরের কর্মকর্তারা আন্তরিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে দেবা প্রদান করতে হবে।
তিনি গতকাল সোমবার ৩টায় ওসমানীনগর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা গুলো বলেন। মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজ কর্মের খোঁজ খবর নেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপির সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সঞ্চালনায় মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানা ওসি মাসুদুল আমীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,পল্লী বিদ্যুতের ডিজিএম নাইম হাসান, উমরপুর ইউপি চেয়ারম্যন গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া,তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। পরে জেলা প্রশাসক তাজপুর ইউনিয়ন পরিষদ ও তাজপুর ভূমি অফিস পরিদর্শন করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply