জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে ভাসুরের দায়ের কূপে ছোট ভাইয়ের বউ এবং গৃহবধুর ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় গত ৩০ আগস্ট বুধবার থেকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁওয়ের বাসিন্দা আপ্তাব উদ্দিনের স্ত্রী ছকিনা আক্তার ও তার আপন ছোট ভাই ছালিক মিয়া ঘটনার দিন ৩০ আগস্ট বুধবার নিজ ঘরে বসে কথা বলছিলেন। এসময় ছকিনা আক্তারের ভাসুর সেলিম মিয়া আপ্তাব উদ্দিনের কাছে পাওনা টাকা নিয়ে উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় এলাকার লোকজন তাদের প্রথমে জুড়ী ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের পরিবারের লোকজন জানান, সেলিম মিয়া দায়ের এলোপাতাড়ি কূপে সেলিনা ও সালিকের পায়ের রগ কেটে গেছে। দুই হাতেও মারাত্মক জখম। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
তারা আরও জানান, সেলিনা জায়গা কেনার জন্য পাশের গ্রামের রুস্তা মিয়ার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকার মধ্যস্থতায় ছিলেন সেলিম মিয়া। টাকা ফেরৎ দেয়া নিয়ে বাধে ঝগড়া। উত্তেজিত হয়ে সেলিম মিয়া হামলা চালিয়ে তাদের আহত করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, তিনি ঘটনা সম্পর্কে জেনেছেন। কেউ এ ব্যাপারে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply