এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া-ফুলতলা পাহাড়ী সড়কের সাগরনাল রহমতের আন্ডর এলাকায় ০৪ সেপ্টেম্বর সোমবার রাত ৭টায় হাতির আক্রমনে মাহুত (পরিচালক) গোলাম মোস্তফা (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাতির মালিক কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
স্থানীয় লোকজন জানান, কুলাউড়া-ফুলতলা পাহাড়ী সড়কের সাগরনালের রহমতের আন্ডর নামক স্থানে হাতি মতিলাল তার (পরিচালক) মাহুত গোলাম মোস্তফাকে আক্রমন চালায়। হাতির আক্রমনে ঘটনাস্থলেই গোলাম মোস্তাফা মারা যান। নিহত মাহুত গোলাম মোস্তফার বাড়ি জয়পুর হাটে।
সাগরনাল ইউনিয়নের মেম্বার প্রদীপ যাদব জানান, গত এক সপ্তাহ আগে ধানের জমিতে হাতির পাল আক্রমন চালায়। বিষয়টি হাতির মালিকদের জানালেও তারা কোন প্রতিকার নেননি।
হাতির মালিক আতিকুর রহমান আতিক জানান, হাতিটি তার নিয়ন্ত্রণের বাইরে ছিলো। হাতিটি ধরে আনার জন্য গোলাম মোস্তফাসহ ৬ জন মাহুত সকালে পাহাড়ে যান। বেলা ৪টায় রহমতের আন্ডর এলাকায় গোলাম মোস্তফার উপর আক্রমন চালায়। হাতির মাহুত গোলাম মোস্তফা তার বাড়িতে থাকেন।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, হাতিটি সার্কাসে ছিলো। সেখান থেকে আনার পর পাহাড়ে বিচরণ করছে। সেপ্টেম্বর মাসে হাতি উন্মাত্ত থাকে। এই সময়টাই প্রজনন মৌসুম। যেকোন পূরুষ হাতি এই সময় মানুষের উপর আক্রমণ চালাতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply