জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে বুধবার রাতে উপজেলার জনপ্রতিনিধি ও সাংবাদিক সমিতি যৌথভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে। কলেজ রোডস্থ এমজেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলার নবাগত ইউএনও আল-ইমরান মো. রুহুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জুড়ীতে ২ বছরেরও অধিক কাল শক্তি কিংবা বল প্রয়োগে নয়, সকল শ্রেণী পেশার মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে কাছে টেনে নানা সমস্যার সমাধান করেছেন। ন্যায় বিচার পেতে মানবিক সহযোগিতা প্রদান করেছেন। জুড়ী উপজেলার অপরাধ দমন তথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেন। যার জন্য জুড়ীবাসী অনেক দিন তাকে স্মরণ করবে।
জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসের সভাপতিত্বে ও অনলাইন পোর্টাল জুড়ী টাইমস’র সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবধিত অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার বিদায়ী ওসি (সাবেক) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জুড়ী সদর জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাসুক আহমদ, বড়লেখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আব্দুর রব, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক লিটন দাস, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি এমএ কাইয়ুম ভূইয়া, জুড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক জাকির হোসেন মনির, সিলেট লাইভ টিভির সম্পাদক প্রকাশক সায়েম জাফর ইমামী প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply