জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে গত মঙ্গলবার বৃক্ষের চারা (ঔষধি ও ফলদ) রোপন কর্মসূচীর দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পালের সভাপতিত্বে ও জুড়ী টাইমসের সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনা প্রধান কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল, দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, ইউপি মেম্বার কল্পনা বিশ্বাস, গুনমনি বিশ্বাস, নিশিকান্ত সরকার, গ্রাউক পরিচালক দিপা রানী পাল,সমন্বয়কারী প্রণয় রঞ্জন বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার অতুল কুমার পাল, আমার সিলেট নিউজ ডটকমের উপজেলা প্রতিনিধি আবুল হোসেন লিটন, সুমন্ত কুমার বিশ্বাস,অভিনয় কুমার পাল প্রমুখ।
উল্লেখ্য, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক গ্রাহকদের মধ্যে বিভিন্ন ঔষধি ও ফলজ চারা বিতরনের উদ্যোগ হাতে নিয়েছে। ইতিমধ্যে একমাস বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গ্রাউক ৫০০০ হাজার বৃক্ষের চারা রোপনের লক্ষ্য নিয়ে কর্মসূচিকে আরো একমাস সম্প্রসারণ করেছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply