এইবেলা স্পোর্টস :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মনোনীত প্রতিনিধি হয়ে তামিম ইকবালের সাথে কথা বলেছেন বিসিবির দুই সিনিয়র পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস।
তামিম ইকবালের সঙ্গে দেখা করার পর জালাল ইউনুস জানান, তামিম আমাদের যা বলছে, আমরা তা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে জানাব। তিনি সব শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তামিম ইস্যুতে সোমবার মিরপুরে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, অবশ্যই তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সেটা বোর্ডই সিদ্ধান্ত নেবে। তামিম ফিরে আসুক আমরা সবাই চাই। তবে শর্ত দিয়ে খেলবে একজন ক্রিকেটার-এ কথাটা শুনতে যেন কেমন লাগে।
সুজন আরও বলেন, এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়। তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন মনে করেন তবে নেবেন। দরকার হলে খেলবে; কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে, এমন কথা কতটা যৌক্তিক, আমি বলতে পারব না।’
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply