মৌলভীবাজার প্রতিনিধি :: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আন্তর্জাতিক সংস্থা কনজিউমারস ইন্টারন্যাশনালের সদস্য। প্রতিবছর ১৫ই মার্চ বিশ্বব্যাপী ভোক্তা সাধারণকে সচেতন করার লক্ষ্যে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়ে থাকে।
১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবসকে খ শ্রেণিভূক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভূক্তির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রতিবছর বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। দিবসটি উদযাপনের জন্য এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”। আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#
Leave a Reply