এইবেলা. জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ ইমরান হোসেন পল্লব।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জুড়ী উপজেলা শাখার সাধারণ মোঃ মুজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া,
আগামী ৪ ই অক্টোবর হইতে ১৫ ই অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার নির্ধারিত ১৪৫ টি কেন্দ্রে চলবে। ৬-১১ মাস বয়সী শিশু ১ টি নীল রঙের ক্যাপসুল এবং ১২- ৫৯ মাস বয়সী শিশু কে ১ টি লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply